হবিগঞ্জের চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৯ জন প্রার্থী। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
জমা দেওয়া মনোনয়নের মধ্যে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ছয়জন, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে ছয়জন, হবিগঞ্জ-৩ (সদর, শায়েস্তাগঞ্জ ও লাখাই) আসনে সাতজন এবং হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে সর্বোচ্চ ১০ জন প্রার্থী রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা বলেন, ‘হবিগঞ্জের চারটি আসনে মোট ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হবে আগামী ৪ জানুয়ারি।’
ইউটি/টিএ