ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টায় বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের জন্য বগুড়া জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে তার পক্ষে মনোনয়ন দাখিল করেন জেলা নেতৃবৃন্দ। মান্নার পক্ষে মনোনয়ন দাখিল করেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আব্দুর রাজ্জাক তালুকদার সজীব।
এ সময় উপস্থিত ছিলেন জেলা নাগরিক ঐক্যের সদস্য মশিউর রহমান পিয়াল ও শিবগঞ্জ উপজেলার ময়দানাটা ইউনিয়নের সভাপতি মাহবুব মোর্শেদ হীরা, আলিফসহ দলের নেতারা।
কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আব্দুর রাজ্জাক তালুকদার সজীব বলেন, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের নির্বাচনে মাহমুদুর রহমান মান্না কেটলি মার্কায় ভোট করবেন। মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে মান্নার নির্বাচনী অংশগ্রহণ আরো স্পষ্ট ও দৃশ্যমান হলো। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতি ও রাজনৈতিক মহলে ইতিমধ্যেই ব্যাপক আলোচনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে।
এর আগে মাহমুদুর রহমান মান্নাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন চেম্বার আদালত। একইসঙ্গে ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৯ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি রেজাউল হকের আদালত এ আদেশ দেন।