পিএসজির হয়ে অবিশ্বাস্য এক মৌসুম কাটিয়ে এবং দলকে ট্রেবল জিতিয়ে ২০২৫ সেরা ফুটবলারের স্বীকৃতি আগেই দুই মঞ্চে পেয়েছেন উসমান দেম্বেলে। এবার পেলেন আরেকটি। ব্যালন দ’র ও ফিফার বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কার জয়ের পর, এবার তিনি জিতলেন গ্লোব সকার অ্যাওয়ার্ডে বর্ষসেরা পুরুষ ফুটবলারের স্বীকৃতি।
দুবাইয়ে এক জমকালো অনুষ্ঠানে ফরাসি উইঙ্গারের হাতে বছরের সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দেওয়া। স্বদেশি ফরোয়ার্ড রেয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে, ক্লাব সতীর্থ পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়া, বার্সেলোনার দুই ফরোয়ার্ড ব্রাজিলের রাফিনিয়া ও স্পেনের লামিনে ইয়ামালকে হারিয়ে পুরস্কারটি জয় করেন তিনি।
এর আগে সবশেষ ২০১৭ সালে ক্রিস্তিয়ানো রোনালদো একই বছরে ব্যালন দ’র, দা বেস্ট ফিফা মেন’স প্লেয়ার অ্যাওয়ার্ড ও গ্লোব সকার অ্যাওয়ার্ড জিতেছিলেন। সাত বছর পর মহাতারকার ব্যক্তিগত সাফল্যের পুনরাবৃত্তি করলেন দেম্বেলে।
ক্যারিয়ারের সাফল্যে ভরা অধ্যায়টা উপভোগ করছেন ২৮ বছর বয়সী ফরোয়ার্ড। তবে আরেকটি সেরার পুরস্কার হাতে নিয়ে আগের মতোই বললেন, তার কাছে সবার ওপরে দল।
“এই সব ব্যক্তিগত ট্রফি জিততে পেরে আমি খুশি। তবে আমি সবসময় বলি, সবার আগে দল এবং আমি আমার পরিবারের সবাইকে এবং এখানে উপস্থিত আমার দুই বন্ধু মুস্তাফা দিয়াতা ও দায়ত উপামেকানোকে ধন্যবাদ জানাতে চাই।”
“২০২৫ সালের প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করছি। বাস্তবিক অর্থেই আমি ব্যক্তিগত পর্যায়ের সব ট্রফিই জিতেছি এবং জীবনের সেরা সময় কাটাচ্ছি।”
পিএসজির প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়ে আসরে ৮টিসহ সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ গোল করেন দেম্বেলে, ৫৩ ম্যাচ খেলে। এছাড়া সরাসরি গোলে সহায়তা করেন ১৬টিতে।
গত মৌসুমে ক্লাবের হয়ে তিনি আরও জেতেন লিগ আঁ ও ফরাসি কাপ। এছাড়া এক ম্যাচের শিরোপা লড়াই ফরাসি সুপার কাপেও জয়সূচক একমাত্র গোলটি করেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড।
দেম্বেলে ও পিএসজির সাফল্যময় যাত্রা চলছে নতুন মৌসুমেও; গত অগাস্টে উয়েফা সুপার কাপ ও কিছুদিন আগে ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতে, মোট ছয়টি ট্রফি নিয়ে বছর শেষ করেছে প্যারিসের দলটি।
এবি/টিকে