বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চীন। বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে দেশটি আগামীতেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো এক শোকবার্তায় বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, খালেদা জিয়ার মৃত্যুতে চীনের শীর্ষ নেতৃত্ব গভীরভাবে মর্মাহত। তিনি শোকবার্তায় খালেদা জিয়াকে বাংলাদেশের স্বাধীনতা ও রাজনৈতিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখা এক নিবেদিতপ্রাণ নেতা হিসেবে উল্লেখ করেন।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পৃথক শোকবার্তায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে গভীর সমবেদনা জানিয়েছেন।
শোকবার্তায় বলা হয়, বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক ছিলেন। তার দৃঢ় মনোবল, সাহসিকতা ও নেতৃত্ব দেশের জনগণকে দীর্ঘদিন ধরে অনুপ্রাণিত করেছে। চীনা জনগণের একজন ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তার অবদান ছিল অনস্বীকার্য।
রাষ্ট্রদূত আরও বলেন, চীনা জনগণ সর্বদা কৃতজ্ঞতা ও সর্বোচ্চ সম্মানের সঙ্গে বেগম খালেদা জিয়াকে স্মরণ করবে। পাশাপাশি শোকবার্তায় উল্লেখ করা হয়, কমিউনিস্ট পার্টি অব চায়না ভবিষ্যতেও তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির সঙ্গে তাদের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখবে।
চীনা রাষ্ট্রদূত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে তার পরিবারের সদস্য এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের উন্নয়ন ও চীন–বাংলাদেশ মৈত্রী সুদৃঢ়করণে খালেদা জিয়ার অবদান ভবিষ্যতেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
এদিকে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ শোক প্রকাশ করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে তার মৃত্যুর সংবাদ।
এর আগে মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। বিএনপির মিডিয়া সেল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
এসকে/টিকে