বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের গুলশানের কার্যালয়ে শোক বই খোলা হয়েছে। আজ বেলা ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত শোক বইতে সাক্ষর করা যাবে। এছাড়া আগামীকাল বিকাল ৪ টা থেকে রাত ৯টা এবং পরের দিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শোক বইতে সাক্ষর করা যাবে বলে বিএনপি’র পক্ষ থেকে জানানো হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, এই শোক বইতে স্বাক্ষর করতে পারবেন কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ মানুষ। আজ বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত শোক বই খোলা থাকবে। আজ ছাড়াও আগামীকাল ৩১ ডিসেম্বর বিকেল ৪টা থেকে রাত ৯টা এবং ১ জানুয়ারি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গুলশান কার্যালয়ে এই শোক বই স্বাক্ষর কর্মসূচি চলবে।
এর আগে খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে গুলশান ও নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের প্রতিটি দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। এ সময় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।
মঙ্গলবার সকালে এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বিএনপির সব কার্যালয়ে শোক বই খোলা হবে। এই শোক বইয়ে শোক ও সমবেদনা জানানো যাবে। রুহুল কবির রিজভী বলেন, গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়, নয়াপল্টনের দলের প্রধান কার্যালয়সহ সব জেলা-উপজেলায় শোক উপলক্ষে দোয়া ও কোরআন খতম কর্মসূচি পালন করা হবে।
আজ ভোর ৬টায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আপসহীন এই নেত্রী দীর্ঘ চার দশকেরও বেশি রাজনীতিতে সক্রিয় ছিলেন। মৃত্যুকালে দেশের জনপ্রিয় এই নেত্রীর বয়স হয়েছিল ৮০ বছর।
ইউটি/টিএ