বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর সব কর্মকর্তা ও কর্মচারীরা। তারা শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক বার্তায় সব কর্মকর্তা ও কর্মচারীর পক্ষে শোক প্রকাশ করেন ডিএমটিসিলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ।
শোক বার্তায় তিনি জানান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। তিনি ৩০ ডিসেম্বর ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ১৯৯১ সালে দায়িত্ব গ্রহণ করেন। তিনি তিনবার দেশের সর্বোচ্চ নির্বাহী পদ প্রধানমন্ত্রী হিসেবে অধিষ্ঠিত থেকে রাষ্ট্র পরিচালনা করেন।
ডিএমটিসিএলের পক্ষ থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানানো হচ্ছে। একইসঙ্গে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।
ইউটি/টিএ