জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চলার পথে অন্যায্য বাধা এসে হিমালয়ের মত দাঁড়ালেও তাতে ভয় না পেয়ে চুরমার করে লক্ষ্যপানে এগিয়ে যাওয়াই হলো যুবক।
তিনি বলেন, দুনিয়ার যত পরিবর্তন এসেছে, তরুণ-যুব সমাজের হাত ধরেই এসেছে। চব্বিশের ফ্যাসিবাদবিরোধী লড়াইয়েরও মূল শক্তি ছিল যুবকরা। আমরা সেই তারুণ্যের বাংলাদেশ চাই।
তিনি মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলানগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘হ্যালো আওয়ার লিডার’ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে এ সব কথা বলেন। আগ্রহী তরুণদের মধ্য থেকে নির্ধারিত নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে জামায়াত আমিরের কাছে জেন-জির জিজ্ঞাসা বিষয়ক এই অনুষ্ঠানের আয়োজন করে জামায়াতে ইসলামী।
উপস্থিতি তরুণদের উদ্দেশ্য করে জামায়াত আমির বলেন, আমরা তোমাদের জন্য নিরাপদ, তোমাদের পছন্দের, গৌরবের বাংলাদেশ গড়তে চাই। একসঙ্গে কাজ করতে চাই। তোমারই আগামী দিনে জাতিকে নেতৃত্ব দিবে।
তিনি বলেন, তরুণদের ভাবনা জানতে আমরা জনতার ইশতেহার রিলিজ করে দিয়েছি। তোমাদের ভাবনা ইশতেহারে তুলে ধরা হবে। যাদের হাতে আগামীর বাংলাদেশ, তাদের পরিকল্পনা আমরা গ্রহণ করবো। আমরা এমন কোনো মিথ্যা আশ্বাস দেব না, যেটা পূরণের সামর্থ আমাদের নেই।
জামায়াত আমির বলেন, আমি আজ শিক্ষা দেওয়ার জন্য নয় শেখার জন্য এসেছি। জাতি ও আমার জন্য শিখবো। আমরা তোমাদের হাতে হাত ধরে, কাঁধে কাঁধ রেখে ফ্যাসিবাদ মুক্ত ইনসাফের মানবিক বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ। আমরা কোনো দল বা মত নয়, সবাই মিলেই বাংলাদেশ গড়ে তুলবো।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি বলেন, আজকের বেদনাদায়ক খবর হলো-তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন।
এরকমক স্বপ্ন ছিল খালেদা জিয়ার। তিনি মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই করেছেন। আল্লাহ যেন তাকে ক্ষমা করে সম্মানিত স্থান করেন, সেই দোয়া করেন তিনি।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, যারা বাংলাদেশকে মাথা উঁচু করে দাড়াক-চায় না, তারাই হাদিকে বিদায় করেছে। কিন্তু সে আজ বিশ্ব নেতায় পরিণত হয়েছে। তার মত আরো হাদি বেশি বেশি পয়দা হলে বাংলাদেশ পথ হারাবে না।
অনুষ্ঠানের শুরুতেই অংশগ্রহণকারী তরুণদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে জামায়াত আমিরের শুভেচ্ছা বক্তব্য শেষে শুরু হয় জেন-জি‘র জিজ্ঞাসা পর্ব। তরুণদের নানা ভাবনা ও প্রশ্নের মুখোমুখি হন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। নানা পর্বে ভাগ করা এ ধরণের আয়োজন ও তাতে তরুণদের অংশগ্রহণের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।
এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন উপস্থিত ছিলেন।
এমকে/টিএ