বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনকে কেন্দ্র করে রাজধানীর শেরেবাংলা নগর-মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা তিনটি নিরাপত্তা জোনে ভাগ করা হয়েছে— রেড, হোয়াইট ও গ্রিন জোন। এই তিন জোনকে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এসব জোনে কারা অবস্থান নেবেন তাও নির্দিষ্ট করা হয়েছে।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সেখানে সেনাবাহিনী, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। জানাজার স্থানকে তিনটি নিরাপত্তা জোনে ভাগ করা হয়েছে— রেড, হোয়াইট ও গ্রিন জোন। রেড জোনে থাকবেন গুরুত্বপূর্ণ ভিআইপি ব্যক্তিরা। গ্রিন জোনে অবস্থান করবেন দলের শীর্ষ নেতাকর্মী এবং হোয়াইট জোনে জানাজায় অংশ নেওয়া সাধারণ মানুষ অবস্থান করবেন।
তিনি আরো জানান, বেগম খালেদা জিয়ার দাফন প্রক্রিয়া চলাকালে পরিবারের সদস্যদের বাইরে অন্য কারো সেখানে অবস্থান করা সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে।
এদিকে এই সংগ্রামী আপসহীন নেত্রীকে চিরনিদ্রায় শায়িত করার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাজধানীর শেরে বাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত হবেন তিনি।
প্রথমে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার কথা ভাবা হয়েছিল।
কিন্তু বিশাল জনসমাগমের কথা বিবেচনা করে এখন মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্তে কফিন রাখার সিদ্ধান্ত হয়েছে। সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে জানাজা অনুষ্ঠিত হবে।
টিজে/এসএন