জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ প্রায় দেড় বছর মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে শহীদ হয়েছেন ময়মনসিংহের হালুয়াঘাটের জুলাই যোদ্ধা শফিকুল ইসলাম শফিক।
এ ঘটনায় মঙ্গলবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ফেসবুক পোস্টে বলেন, মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন প্রিয় ভাই শফিকুল ইসলাম।
তিনি লিখেন, ‘আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৭টায় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহের হালুয়াঘাটের জুলাই যোদ্ধা প্রিয় ভাই শফিকুল ইসলাম মহান রবের ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ প্রায় দেড় বছর চিকিৎসাধীন থাকার পর আজ তিনি মহান রবের ডাকে সাড়া দিয়েছেন এ খবর আমাদের হৃদয়কে অত্যন্ত ভারাক্রান্ত করেছে।’
তার রূহের মাগফিরাত কামনা জামায়াত আমির বলেন, ‘আল্লাহ তা'আলা তাকে শহীদ হিসেবে কবুল করুন, তাঁর কবরকে জান্নাতের বাগিচাসমূহের একটি বাগিচা বানিয়ে দিন। শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও স্বজনদেরকে আল্লাহ তাআলা উত্তম ধৈর্যধারনের তাওফিক দান করুন। আমিন।’
উল্লেখ্য, জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল ইসলাম (৩৫) মারা গেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৭টায় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত শফিকুল ইসলাম আব্দুল সামেদ ও রোকেয়া বেগম দম্পতির ছেলে।
আরপি/এসএন