বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ঘিরে রাজধানীতে ব্যাপক লোকসমাগম হয়েছে। সকাল থেকেই শ্যামলী, ৬০ ফিট তালতলা ও আশপাশের এলাকা থেকে মানুষের ঢল মানিক মিয়া এভিনিউয়ের দিকে যাচ্ছে।
এদিকে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আগারগাঁও থেকে মিরপুরমুখী ডান পাশের সড়ক বন্ধ রাখা হয়েছে। শুধু মিরপুর ও মহাখালী-বনানীমুখী সড়কে সীমিত যান চলাচল করছে।
ফলে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ হেঁটেই জানাজাস্থলে পৌঁছাচ্ছেন।
দেশের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা বলেন, আপসহীন নেত্রীর জানাজায় অংশ নিতে ঢাকায় এসেছি। আগারগাঁও থেকেই যান চলাচল বন্ধ, তাই হেঁটেই যেতে হচ্ছে। দিনাজপুর থেকে আসা আনিসুর রহমান জানান, গাবতলী হয়ে শ্যামলী পৌঁছে পরে আগারগাঁও পর্যন্ত হেঁটে আসতে হয়েছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান জানান, অতিরিক্ত জনসমাগমের কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইন্দিরা রোডস্থ ফার্মগেট নামার র্যাম্প বন্ধ রাখা হয়েছে।
বিকল্প হিসেবে এফডিসি র্যাম্প ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কাজী নজরুল ইসলাম এভিনিউ, বিজয়সরণি, ফার্মগেট, মগবাজার ফ্লাইওভারসহ বিভিন্ন সড়কে যানবাহন ডাইভারশন ও সীমিত চলাচলের ব্যবস্থা নেওয়া হয়েছে।
ট্রাফিক বিভাগ জানায়, পরিস্থিতি বিবেচনায় রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ডাইভারশন অব্যাহত থাকবে এবং জনসাধারণকে নির্ধারিত বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।
টিজে/এসএন