ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার গভীর রাতে মালবাহী একটি লরি বিকল হওয়ায় যানবাহন যাতায়াতে ধীর গতির ফলে এই যানজট আজ দুপুর পর্যন্ত স্থায়ী হয়। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যানজট রয়েছে।
দেখা গেছে, মহাসড়কের মেঘনা ঘাট থেকে কাঁচপুর পর্যন্ত বিভিন্ন অংশে অসংখ্য যানবাহন ধীরগতিতে পার হচ্ছে। কোথাও কোথাও যান চলাচল প্রায় বন্ধ হয়ে আছে। এর ফলে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে অসুস্থ রোগী আর শিশুরা বেকায়দায় পড়েছেন।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন দেশের একটি গণমাধ্যমকে জানান, গতরাতে মদনপুরে একটা বড় লরি বিকল হয়। সেটা কিছুক্ষণ আগে মহাসড়ক থেকে সরাতে পেরেছি। মূলত লরি বিকলের কারণে অন্যান্য যানবাহন পারাপারের ধীর গতি হচ্ছিল। এখন যানজট ছাড়তে শুরু করেছে।
বক্তব্যের জন্য কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানীকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
এসএস/এসএন