জমকালো আয়োজনের মধ্য দিয়ে ইংরেজি নতুন বছর ২০২৬ বরণ করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দুবাইয়ের বুর্জ খলিফা, ডাউনটাউন এলাকা, দুবাই শপিং ফেস্টিভ্যাল, আটলান্টিস দ্য পাম, বুর্জ আল আরব, ব্লুওয়াটার্স আইল্যান্ডসহ বিভিন্ন স্থানে ছিল চোখ ধাঁধানো আয়োজন।
বুধবার রাত ঠিক ১২টায় বুর্জ খলিফার নির্মাতা প্রতিষ্ঠান ইমার প্রপার্টিজের আয়োজনে শুরু হয় বিশাল আতশবাজির প্রদর্শনী। বিশ্বের বিভিন্ন দেশের দর্শনার্থীরা সংগীতের তালে তালে আতশবাজি ও আলোকসজ্জার মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানান।
এবি/টিকে