ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নাটোর জেলার চারটি সংসদীয় আসনে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২৮ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৭টি বাতিল ঘোষণা করা হয়েছে।
রোববার (১ জানুয়ারি) বিকেলে এসব তথ্য জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসমা শাহীন। তিনি জানান, বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা নাটোরের চারটি আসনে মোট ৩৫টি মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ২৮জন প্রার্থীর দাখিলকৃত কাগজপত্র ও তথ্য সঠিক থাকায় তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা জানান, নাটোর জেলার চারটি আসনে মোট ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে-
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ১৩ জন প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়ন বাতিল হয়। তারা হলেন- মো. আজাবুল হক (খেলাফত মজলিস), মো. সেন্টু আলী (গণসংহতি আন্দোলন) ও মো. বাবু হোসেন (বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরচালক দল)।
নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনে ৮ জন প্রার্থীর মধ্যে মনোনয়ন বাতিল হয়েছে জি.এ.এ মুবিন (এনপিপি) এবং ড. মো. নূরন্নবী মৃধার (স্বতন্ত্র)।
নাটোর-৩ (সিংড়া) আসনে ৯ জন প্রার্থীর মধ্যে মো. দেলোয়ার হোসেন (স্বতন্ত্র) এবং ফাতেমা জামানের (বিএনপি) মনোনয়ন বাতিল হয়েছে।
অন্যদিকে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে দাখিলকৃত পাঁচটি মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে। এ আসনে কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি।
নাটোরের জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন বলেন, বাতিল হওয়া মনোনয়নপত্রগুলোর ক্ষেত্রে প্রার্থীদের নাগরিকত্ব সনদ, শিক্ষাগত যোগ্যতার সনদ, এক শতাংশ ভোটার তালিকা সংযুক্ত না করা, জামানতের অর্থ জমা না দেওয়া কিংবা দলীয় প্রার্থী হিসেবে প্রয়োজনীয় প্রত্যয়নপত্র দাখিল না করার মতো ত্রুটি পাওয়া গেছে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের, জেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলামসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এসএস/টিএ