পুলিশের গুলিতে আহত হয়ে বর্তমানে সিএমএইচে চিকিৎসাধীন জুলাই যোদ্ধা তাহসিন হোসেন নাহিয়ানের বাবা নীরব হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা শোকবার্তা থেকে এ তথ্য জানা যায়।
শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পুলিশের গুলিতে আহত হয়ে সিএমএইচে এখনও চিকিৎসাধীন জুলাই যোদ্ধা তাহসিন হোসেন নাহিয়ানের বাবা নীরব হোসেন গতকাল (বুধবার) প্রাণের টানে পটুয়াখালী থেকে ঢাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে এসে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।
ছেলে জুলাই যোদ্ধা তাহসিন হোসেন নাহিয়ান সিএমএইচে চিকিৎসাধীন থাকা সত্ত্বেও দেশনেত্রীর প্রতি একজন সাধারণ মানুষের কতটা গভীর আবেগ ও শ্রদ্ধা থাকলে সুদূর পটুয়াখালী থেকে ঢাকায় জানাজায় অংশ নিতে আসতে পারেন তা সহজেই অনুধাবন করা যায়। তার এই আকস্মিক মৃত্যুতে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা শোকাভিভূত।
তিনি আরো বলেন, মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, তিনি যেন মরহুম নীরব হোসেনকে জান্নাত নসিব এবং শোকাহত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। আমি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা রইল।
আইকে/টিএ