শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ কর্মসূচি আজকের মতো শেষ হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে পরবর্তী কর্মসূচি ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে। এই মুহূর্তে শাহবাগে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে সাড়ে পাঁচটার দিকে শাহবাগ থেকে আজকের মতো এই কর্মসূচি শেষ হওয়ার ঘোষণা দেওয়া হয়।
এর আগে জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেন।
এসময় আন্দোলনকারীরা বলেন, শরিফ ওসমান হাদি হত্যায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনা ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা না হলে নির্বাচন হতে দেওয়া হবে না।
তারা হত্যাকারীদের ধরতে সরকারকে দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত জানানোর আহবান জানিয়েছেন। নচেৎ অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
জুলাই অভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ শরিফ ওসমান বিন হাদি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার (১২ ডিসেম্বর) বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় তিনি দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর জখম হন। প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার পর অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তার মৃত্যু হয়।
কেএন/এসএন