দক্ষিণ ইয়েমেনে চলমান রাজনৈতিক ও সামরিক সংকট সমাধানে সংলাপের উদ্যোগ নিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী রিয়াদে দক্ষিণ ইয়েমেনের রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক সংলাপ আয়োজন করা হবে।
সৌদি আরব দক্ষিণাঞ্চলের সব পক্ষকে এই সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইয়েমেনি সরকারের অনুরোধেই এই সংলাপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানায়, দক্ষিণ ইয়েমেনের সমস্যার ন্যায্য ও টেকসই সমাধান খুঁজে বের করতেই এই সংলাপের উদ্যোগ।
দীর্ঘদিন ধরে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনের সরকারি নিয়ন্ত্রিত অঞ্চলের বিভিন্ন গোষ্ঠীকে সমর্থন দিয়ে আসছে। তবে সাম্প্রতিক সময়ে এসব গোষ্ঠীর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
ইউএই-সমর্থিত দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) দক্ষিণ ইয়েমেনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ার ঘোষণা দিয়েছে। সংগঠনটি জানিয়েছে, তারা দুই বছরের একটি অন্তর্বর্তী প্রক্রিয়ার মাধ্যমে আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।
এর মধ্যেই শুক্রবার সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় দক্ষিণ ইয়েমেনে অন্তত ২০ জন নিহত হওয়ার খবর দিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা।
উল্লেখ্য, ২০১৫ সালে ইয়েমেনের উত্তরাঞ্চল থেকে হুথি বিদ্রোহীদের হটাতে সৌদি নেতৃত্বে সামরিক জোট গঠন করা হয়। তবে প্রায় এক দশকের গৃহযুদ্ধের পরও হুথিরা ক্ষমতায় টিকে আছে। একই সঙ্গে দক্ষিণ ইয়েমেনে সৌদি ও আমিরাত-সমর্থিত গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
আরপি/টিএ