মার্কিন বাহিনীর হাতে আটক নেতা নিকোলাস মাদুরোর ‘জীবিত থাকার প্রমাণ’ প্রকাশ করার জন্য শনিবার যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার উপরাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেস। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আতক করেছে যুক্তরাষ্ট্র।
ভেনেজুয়েলার একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে ফোনালাপে রদ্রিগেস বলেন, কারাকাস ও অন্যান্য শহরে ধারাবাহিক মার্কিন হামলার পর মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের অবস্থান সম্পর্কে তিনি কিছুই জানেন না।
ট্রাম্প বলেন, মাদুরো ও ফ্লোরেসকে মার্কিন বাহিনী আটক করে ভেনেজুয়েলা থেকে উড়িয়ে নিয়ে গেছে।
এবি/টিকে