ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের পাঁচটি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। নানা অসংগতির জন্য ১৯ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার। এর মধ্যে গাজীপুর-২ (সদর-টঙ্গী) আসনেই বাদ পড়েছে আট প্রার্থীর মনোনয়নপত্র। জেলায় বর্তমানে বৈধ প্রার্থী রয়েছেন ৩৪ জন।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুর-১ আসনে মোট আটজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তাঁদের মধ্যে দুজনের মনোনয়নপত্র বাতিল হয়। তাঁরা হলেন গণফ্রন্ট মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম ও জাতীয় পার্টির শফিকুল ইসলাম বাবুল।
গাজীপুর-২ আসনে মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে আটজনের মনোনয়নপত্র বাতিল হয়। যাঁদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তাঁরা হলেন গণফ্রন্টের আতিকুল ইসলাম, জাতীয় পার্টির মাহফুজুর রহমান, খেলাফত মজলিসের খন্দকার রুহুল আমিন, জাতীয় পার্টির মোহাম্মদ ইসরাফিল এবং চার স্বতন্ত্র প্রার্থী শরিফুল ইসলাম, জিৎ বড়ুয়া, তাপসী তন্ময় চৌধুরী ও সালাউদ্দিন সরকার। সালাউদ্দিন সরকার বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন।
গাজীপুর-৩ আসনে মোট ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে তিনজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। তাঁরা হলেন ইসলামী ঐক্যজোটের হাফেজ মাওলানা মুফতি শামীম আহমেদ, স্বতন্ত্র প্রার্থী গোলাম সাব্বির ও বিএনপির বিদ্রোহী প্রার্থী ইজাদুর রহমান চৌধুরী।
গাজীপুর-৪, আসনে মোট ৯ জন প্রার্থীর মধ্যে চারজনের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়। তাঁরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. কাজিম উদ্দিন, আমজনতার দলের মো. জাকির হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী মো. আবুল হাশেম ও মো. সফিউল্লাহ।
গাজীপুর- ৫ আসনে ৯ জন প্রার্থীর মধ্যে দুজনের প্রার্থিতা বাতিল হয়। তাঁরা হলেন বাংলাদেশ খেলাফত মজলিসের রুহুল আমিন ও জাতীয় পার্টির মো. সফিউদ্দিন সরকার।
রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেন বলেন, যাঁদের প্রার্থিতা বাতিল হয়েছে, তাঁদের সবার আপিলের সুযোগ রয়েছে।
এবি/টিকে