সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার ভিয়েতনামের সঙ্গে আমেরিকার বন্ধুত্ব নিয়ে ব্যঙ্গাত্মক সুরে 'মার্কিনীদের শত্রু হলে বিপদ, বন্ধু হলে মরণ! তিনি আরও বলেন, বিশ্বের বাকি দেশগুলো যে বার্তা পাবে, তা হলো, আমেরিকার শত্রু হওয়া একটি বিপজ্জনক ব্যাপার, কিন্তু আমেরিকার বন্ধুত্ব অর্জন করলে মরণ নিশ্চিত।
ভেনেজুয়েলায় আক্রমণ ও প্রেসিডেন্ট মাদুরোকে স্ত্রীসহ আটকের পর এ মন্তব্যটি আবার সামনে এসেছে। মার্কিনীদের সমর্থন পেয়ে ভিয়েতনামের ক্ষমতা নেন প্রেসিডেন্ট নো দিন জিয়েম। কিন্তু পরবর্তীতে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর যোগসাজশে ১৯৬৩ সালে তাকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত ও হত্যা করা হয়। এতে মূল ভূমিকা রাখেন আমেরিকার পছন্দের সামরিক কর্মকর্তা নোইয়ান ভান থো।
আজ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অন্তত সাতটি বিস্ফোরণ হয়েছে। এসময় বেশ নিচু দিয়ে উড়ে যাওয়া কয়েকটি বিমানও লক্ষ্য করা গেছে। ভেনেজুয়েলা সরকার কারাকাসের পাশাপাশি মিরান্ডা, আরাগুয়া এবং লা গুয়াইরা রাজ্যেও হামলা হয়েছে। কারাকাস ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ দখলের প্রচেষ্টায় হামলা চালানোর অভিযোগ করেছে। এরপর ১৯৬৮ সালের নভেম্বরে ভান থোকে উৎখাতের উদ্যোগে আমেরিকার ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে—এমন আশঙ্কার কথা জানান কিসিঞ্জার।
ইতিহাসের শিক্ষা, মার্কিন আশীর্বাদে বিশ্বের অনেক নেতা তার দেশের শীর্ষ পদে বসেছেন। এমন অনেকে পেয়েছেন গদি। পরবর্তীতে দেখা গেছে তাদের অনেকেই দেশকে ডুবিয়ে দিয়েছেন। অনেকে আবার মার্কিনীদের বিরাগভাজন হয়ে হারিয়েছেন প্রাণ।
দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে তথাকথিত 'ডিপ স্টেটের' দৌরাত্ম্য, ইরাকে সাদ্দাম হোসেনের ফাঁসি, লিবিয়ায় পাইপের ভেতর গুলি খেয়ে গাদ্দাফির মর্মান্তিক মৃত্যু আর সাম্প্রতিককালে ভেনেজুয়েলার মাদুরোকে মাদক সম্রাট আখ্যা এবং সর্বশেষ কারাকাসে হামলা করে প্রেসিডেন্ট মাদুরোকে স্ত্রীসহ আটকের দাবি —সব কিছুতেই আমেরিকার সঙ্গে বন্ধুত্ব থাকা না থাকার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়েছে।
এবি/টিকে