গীতিকার ডা. সাবরিনা রুবিনের লেখা গানে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন ভারতের প্রখ্যাত কণ্ঠশিল্পী শুভমিতা। গানটির শিরোনাম ‘এখানেই সবকিছু শেষ হোক’। এটির সংগীতায়োজন করেছেন কলকাতার সংগীত পরিচালক দেব গৌতম।
গানটি মিউজিক ভিডিও আকারে ইতোমধ্যে মুক্তি পেয়েছে।
দর্শক-শ্রোতাদের ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছেন বলে জানান গীতিকার সাবরিনা রুবিন।
তিনি বলেন, ‘আমার লেখা গান দেশ-বিদেশের বরেণ্য শিল্পীরা তাদের কণ্ঠে তুলে ধরছেন, এটি আমার জন্য বেশ ভালো লাগার। গানের মধ্য দিয়েই গীতিকার হিসেবে আমি আমার কথাগুলো তুলে ধরি। শ্রোতারা সব সময় তাদের পছন্দের তালিকায় আমার গানকে রেখেছেন, এটি আমার জন্য অনেক পাওয়া।
এদিকে এ গীতিকার জানান, শিগিগিরই প্রকাশ পাবে তার লেখায় ঊষা উত্থুপের গাওয়া নতুন আরো একটি গান।
প্রসঙ্গত, ডা. সাবরিনা রুবিন গানের পাশাপাশি একাধিক কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন।
আরআই/টিকে