ইংল্যান্ডের গ্লস্টার শহরে অবস্থিত টোস্ট স্যান্ডউইচ শপে এক বিস্ময়কর ঘটনা ঘটেছে। ডেভ পারচেজ নামের এক ব্যক্তি একটানা ৪২ ঘণ্টা ধরে ৬৮৪টি ক্রিসমাস গান গেয়ে মিউজিকের ইতিহাসে এক নতুন রেকর্ড স্থাপন করেছেন।
সাধারণত গায়ক বা গায়িকারা অনুষ্ঠানে ২ থেকে ৩ ঘণ্টার বেশি গান গায় না, কিন্তু ডেভ পারচেজ একটানা ১ দিন ১৮ ঘণ্টা মানে ৪২ ঘণ্টা টানা গান গেয়ে বিশ্বকে দেখিয়ে দিলেন যে অসম্ভবকেও সম্ভব করা যায়। তিনি মূলত ক্রিসমাস সং বা ক্রিসমাসের গান গেয়ে এই ম্যারাথনে অংশগ্রহণ করেন।
এই ম্যারাথন গানের উদ্দেশ্য ছিল দীর্ঘ সময় ধরে ক্রিসমাসের আনন্দ ছড়ানো এবং গানের প্রতি ভালোবাসা প্রমাণ করা। ডেভ পারচেজের এই উদ্যোগ ইংল্যান্ডে ব্যাপক প্রশংসা পাচ্ছে।
বিশ্বে এর আগে দীর্ঘতম গান গাওয়ার রেকর্ড ছিল ৪০ ঘণ্টা, যা ডেভ পারচেজ ভেঙে নতুন ইতিহাস গড়েছেন। তাঁর তালিকায় পুরনো জনপ্রিয় ‘জিঙ্গল বেল’ থেকে শুরু করে নতুন যুগের ক্রিসমাস গান সবই ছিল।
ডেভের এই মিউজিক্যাল ম্যারাথন শুধুমাত্র গানের প্রেমিকদের জন্য নয়, বরং সবাইকে অনুপ্রেরণা দিচ্ছে যে কঠোর পরিশ্রম ও ধৈর্য দিয়ে বড় স্বপ্নও পূরণ করা যায়।
বিশেষ তথ্য: ডেভ শারীরিকভাবে প্রতিবন্ধী হলেও তাঁর এই অবিশ্বাস্য কৃতিত্ব প্রমাণ করে, অসাধারণ মনোবল আর দৃঢ় সংকল্প থাকলে জীবনের কোনো বাধাই স্থায়ী নয়। এভাবেই গ্লস্টারের ছোট্ট দোকান থেকে বিশ্ব মঞ্চে গানের একটি নতুন অধ্যায় লিখে গেলেন ডেভ পারচেজ।
টিজে/টিএ