ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে এ নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপার সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।
শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টা থেকে নদীতে হঠাৎ করে ঘন কুয়াশা নেমে আসায় দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। এ অবস্থায় নৌপথে দুর্ঘটনা এড়াতে নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে অন্তত ৪টি ফেরি নদী পার হতে না পেরে আটকে রয়েছে। পাশাপাশি ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক, বাস, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী, চালক ও পরিবহন শ্রমিকরা।
এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন দেশের একটি গণমাধ্যমকে বলেন, নদীতে দৃশ্যমানতা একেবারে কমে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তাই আমাদের প্রধান বিবেচ্য। কুয়াশা কেটে দৃশ্যমানতা স্বাভাবিক হলে তাৎক্ষণিকভাবে ফেরি চলাচল পুনরায় চালু করা হবে।
টিজে/টিএ