ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কিশোরগঞ্জের ৬টি আসনের মধ্যে প্রথম দিনে ৩টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে কিশোরগঞ্জ-৪, ৫ ও ৬ আসনে মোট ২৯ জন প্রার্থীর মধ্যে ১৯ জনের মনোনয়ন বৈধ এবং ১০ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
কিশোরগঞ্জ -৪ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রোকন রেজা ও এনসিপি মনোনীত প্রার্থী মো. জয়নাল আবেদীনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
১ পারসেন্ট ভোটারের তথ্য সঠিক না থাকায় ওই আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা , স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম মোল্লা ও হলফনামায় স্বাক্ষর না থাকায় স্বতন্ত্র প্রার্থী মো. শাহিন রেজা চৌধুরীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
কিশোরগঞ্জ -৫ আসনে ৮ জন প্রার্থীর মধ্যে হলফনামায় মামলার তথ্য গোপন করায় আলোচিত বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান ইকবাল ও এক ভাগ ভোটারের তথ্য সঠিক না থাকায় অ্যাডভোকেট হাসনাত কাইয়ুমের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়।
ওই আসনে বিএনপির প্রার্থী সৈয়দ এহসানুল হুদা, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ রমজান আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী দেলোয়ার হোসেন, বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত প্রার্থী মো. সাজ্জাদ হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মো. ওয়ালী উল্লাহ ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মাহবুবুল আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
কিশোরগঞ্জ -৬ আসনে ১২ জন প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী মো. শরিফুল আলম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী রুবেল হোসেন, ইনসানিয়াত বাংলাদেশ মনোনীত প্রার্থী নাইমুল হাসান, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আতাউল্লা আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুসা খান, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম, জনতার দল মনোনীত প্রার্থী নূরুল কাদের সোহেল ও গণফোরাম মনোনীত প্রার্থী সাফি উদ্দিন আহমেদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
এই আসনে সম্পদ ও ঋণের তথ্য না দেয়ায় এনসিপি প্রার্থী নজরুল ইসলাম, তথ্য অসম্পূর্ণ থাকায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী হাবিল মিয়া, অসম্পূর্ণ তথ্য থাকায় জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আইয়ুব হোসেন ও ১ পার্সেন্ট ভোটের সংখ্যা কম থাকায় স্বতন্ত্র প্রার্থী শরিফুল হকের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
আগামীকাল রোববার কিশোরগঞ্জ-১, কিশোরগঞ্জ -২ ও কিশোরগঞ্জ- ৩ আসনের প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হবে।
ইউটি/টিএ