বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৭ সংসদীয় আসনে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে পাঁচজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে চারজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এ ছাড়া, মৃত্যুজনিত কারণে বিএনপির প্রার্থী ও দলের প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দাখিলকৃত মনোনয়নপত্রের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান যাচাই-বাছাই শেষে এসব সিদ্ধান্তের কথা জানান।
তিনি জানান, বগুড়া-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্র বৈধ হিসেবে গৃহীত হয়েছে। তবে কাগজপত্রে ত্রুটি থাকায় এই আসনে বাসদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জেএসডির তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। অন্যদিকে বগুড়া-৭ আসনে বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী আনছার আলীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। একই আসনে বিএনপির মোরশেদ মিলটন, জামায়াতে ইসলামীর গোলাম রব্বানী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শফিকুল ইসলামের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।
রিটার্নিং কর্মকর্তা আরও জানান, নির্ধারিত আইন ও বিধিমালা অনুযায়ী যাচাই-বাছাই শেষে এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
ইউটি/টিএ