রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন-মো. আইনাল হক (৪৮), মো. আরিফুল ইসলাম (৪৩), ইমন হোসেন (২৫), সাকিবুল ইসলাম সুমন (২৬), মো. আলাল মিয়া (৩০), মো. শিমুল (২২), মো. শাকিল হোসেন নোমান (২৭), মো. তাওফিকুর রহমান (২৫), মো. রনি হায়দার মোল্লা (২৩), মো. তুরান ইসলাম (২২), স্বপন মিয়া (২৮), মো. কাউসার (২৭), মো. সোহেল হোসেন জুয়েল (২৮), মো. আলী হোসেন (৪৫), মো. শানু মিয়া (৪৫), মো. সুমন মিয়া (২০) ও মো. মিজু আহম্মেদ (২৬)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার উত্তরা পশ্চিম থানা পুলিশ থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৭ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরপি/টিকে