হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে প্রচন্ড কুয়াশায় সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। আটকা পড়েছেন কয়েক হাজার যাত্রী। ভোররাত থেকে দুই-তিন ঘন্টা অপেক্ষা করেও উড্ডয়নের অনুমতি পাওয়া যাচ্ছে না।
কর্তৃপক্ষ জানিয়েছে, ঘন কুয়াশায় রানওয়েতে দৃশ্যমান মাত্রা শূন্যে নেমেছে। বেশ কয়েকদিনের কুয়াশা পরিস্থিতির কারণে ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম আইএলএস ক্যাটাগরি দুই থেকে এক এ নেমেছে শাহজালাল বিমানবন্দরে।
এ সময়, গত কয়েকদিন আন্তর্জাতিক বেশ কয়েকটি ফ্লাইট কলকাতা চট্টগ্রাম ও সিলেটে অবতরনে বাধ্য হয়েছে। আইএলএস ক্যাটাগরি উন্নতি না করতে পারলে বৈরী পরিস্থিতিতে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ যাত্রীদের আরও ভোগান্তিতে পড়তে হবে বলে আশঙ্কা করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা।
এসএস/টিকে