তীব্র শীত আর ঘন কুয়াশার কারণে নওগাঁয় জনজীবনে নেমে এসেছে শীত বিপর্যয়। গেলও কয়েক দিনে একই রকম ঠান্ডায় খেটে খাওয়া মানুষের জীবনে নেমে এসেছে স্থবীরতা। সকাল থেকে ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন কাজের পথচলা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললে মানুষ তার নিজ কর্মক্ষেত্রে ফিরছে।
রোববার (৪ জানুয়ারি) বদলগাছী আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণ অফিসের তথ্যমতে আজ সকাল ৬টায় জেলায় সর্বোনিম্ন তাপমাত্রা রেকোর্ড করা হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা গত দিনের তুলনায় কিছুটা বেড়েছে।
বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানিয়েছেন, গতকাল জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গিয়েছিল। আজ কিছুটা তাপমাত্রা বেড়েছে। তবে শীতের তীব্রতা ও কুয়াশার প্রভাব না কমায় খুব সকালে ঘর থেকে বাহির না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
তিনি আরও জানান, বেশ কিছুদিন থেকেই জেলায় ভোর সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা থাকছে। দুপুর শুরুর দিকে সূর্যের দেখা মিললে কমতে থাকে শীতের তীব্রতা। সকাল থেকে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা।
কেএন/টিকে