শিল্পীদের এখন নতুন গান প্রকাশ তেমন একটা দেখা যায় না। সেক্ষেত্রে ব্যতিক্রম প্রখ্যাত সংগীতশিল্পী ফাহমিদা নবী। একসঙ্গে এনেছেন তিনটি নতুন গান। সেগুলো হলো- ‘দুঃখের দলিল’, ‘আসলোনা বৃষ্টি’ ও ‘ইচ্ছে করে’। গান তিনটি লিখেছেন গোলাম মোর্শেদ। সুর করেছেন সংগীতশিল্পী শামস সুমন।
নতুন গানগুলো নিয়ে ফাহমিদা নবী বলেন, এই তিন গানে নব্বইয়ের দশকের ছাপ রয়েছে, যেটা আমাকে খুব আকৃষ্ট করেছে। গানগুলোর কথা বেদনার হলেও মডার্ন একটা ভাইব রাখা হয়েছে।
এ ছাড়া সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে ফাহমিদা নবীর গাওয়া ‘বৃষ্টি তুমি ঝরছিলে সেদিন’ শিরোনামের আরেকটি নতুন গান। গানটি লিখেছেন সোহেল আলম। সুর ও সংগীতায়োজন করেছেন শেখ মোহাম্মদ রাজোয়ান।
গানটি নিয়ে এই শিল্পীর ভাষ্য, আমার কণ্ঠে শ্রোতারা যে ধরনের গান পছন্দ করেন, এটা তেমনই। এই গানটি শুনে আপনারা ভিন্ন অনুভূতি পাবেন।
আরপি/টিকে