চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের উচিত মাদুরো এবং তার স্ত্রীকে মুক্তি দেওয়া। তাদের আটককে ‘আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছে দেশটি।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘চীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে জোরপূর্বক আটক করে দেশ থেকে বের করে দেওয়ায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে।’
এতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতিমালা এবং জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালার স্পষ্ট লঙ্ঘন। আমেরিকার প্রতি রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার, অবিলম্বে তাদের মুক্তি দেওয়ার, ভেনেজুয়েলার সরকার উৎখাত প্রচেষ্টা বন্ধ করার এবং সংলাপ ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে চীন।
আইকে/টিএ