ভেনেজুয়েলার ভেতরে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ডকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তিনি বলেছেন, এসব পদক্ষেপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লুলা বলেন, ভেনেজুয়েলার ভূখণ্ডে বোমা হামলা এবং দেশটির প্রেসিডেন্টকে আটক করা অগ্রহণযোগ্য। তার ভাষায়, এ ধরনের কাজ ভেনেজুয়েলার সার্বভৌমত্বের ওপর গুরুতর আঘাত এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য অত্যন্ত বিপজ্জনক নজির।
ভেনেজুয়েলার উপকূলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ার প্রেক্ষাপটে কয়েক মাস ধরেই সংযম দেখানোর আহ্বান জানিয়ে আসছিল ব্রাজিল।
বিশ্লেষকদের মতে, নিকোলাস মাদুরোকে সরিয়ে দেওয়ার ফলে ভেনেজুয়েলা আবারও বিশৃঙ্খলার মুখে পড়তে পারে। এতে নতুন করে বড় ধরনের গণঅভিবাসন শুরু হওয়ার আশঙ্কা রয়েছে।
পিএ/ এসএন