মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় বাংলাদেশ-ভারত প্রতিবেশী দুই দেশের ক্রিকেট সম্পর্কে ফাটল ধরেছে। তাই বাংলাদেশি দর্শকরা দাবি তুলেছে দেশে আইপিএলে সম্প্রচার বন্ধ রাখার জন্য। এ বিষয়ে কথা বলেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার (৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিষয়টা হচ্ছে যে, খেলাটা যদি খেলার জায়গায় আমরা রাখতে পারতাম খুবই ভালো হতো। কিন্তু আনফরচুনেটলি খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে।
তিনি আরও জানান, বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সকল দিকের আইনি বিশ্লেষণ ও প্রক্রিয়া যাচাই-বাছাই শেষ হলে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এর আগে আইপিএলে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার পর আইন উপদেষ্টা সম্প্রচার বন্ধ রাখার প্রস্তাব দিয়েছেন।
প্রসঙ্গত, মোস্তাফিজুর রহমানকে আইপিএলের নিলামে এবার ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। উগ্র হিন্দুবাদী নেতা ও ধর্মগুরুরা দাবি করেন, বাংলাদেশের বাঁ-হাতি পেসারকে ভারতের বিমানবন্দরেই নামতে দেওয়া হবে না।
শেষ পর্যন্ত উগ্র হিন্দুবাদী সমর্থকগোষ্ঠীর উন্মাদনার কাছে নতি স্বীকার করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নাইট রাইডার্সকে নির্দেশ দেয় দল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার জন্য।
এই ঘটনার পর বিসিবি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে, বর্তমান পরিস্থিতিতে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়। শিগগিরই ভেন্যু বদলানোর দাবিও তুলবে আইসিসির কাছে।
আইকে/টিএ