ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অপহৃত হওয়ার পর দেশটিতে চরম রাজনৈতিক শূন্যতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। নেতৃত্বের এই সংকটময় মুহূর্তে দেশটির বিরোধী দলীয় নেত্রী ও নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদোকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ভেনিজুয়েলা পরিচালনা করার মতো প্রয়োজনীয় জনসমর্থন বা সম্মান মাচাদোর নেই।
মাদুরোর অবর্তমানে ভেনিজুয়েলার হাল কে ধরবেন, তা নিয়ে যখন আন্তর্জাতিক মহলে নানা জল্পনা চলছে, ঠিক তখনই মাচাদোর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্টের মতে, মাচাদো আন্তর্জাতিকভাবে পরিচিত হলেও নিজ দেশের মানুষের কাছে তার সেই গ্রহণযোগ্যতা নেই, যা একটি দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য জরুরি।
ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, তিনি মনে করেন না মাচাদোর প্রতি ভেনেজুয়েলার সাধারণ জনগণের যথেষ্ট সমর্থন কিংবা শ্রদ্ধা রয়েছে।
মারিয়া করিনা মাচাদো গত বছর অর্থাৎ ২০২৫ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। দীর্ঘদিন ধরে তিনি মাদুরো সরকারের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তার ব্যাপক পরিচিতি রয়েছে।
কিন্তু ট্রাম্পের এই মন্তব্য মাচাদোর রাজনৈতিক ভবিষ্যৎ এবং ভেনিজুয়েলার বর্তমান সংকটে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। নোবেল জয়ের মাধ্যমে বিশ্বজুড়ে স্বীকৃতি পেলেও ট্রাম্প প্রশাসনের কাছে যে তিনি আস্থাশীল নন, তা এই মন্তব্যে পরিষ্কার হয়ে উঠেছে।
এদিকে দেশটির বর্তমান পরিস্থিতি অত্যন্ত নাজুক। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অপহৃত হওয়ার ঘটনায় ভেনিজুয়েলাজুড়ে আতঙ্ক ও অরাজকতা বিরাজ করছে। তাকে কারা অপহরণ করেছে বা তিনি বর্তমানে কোথায় আছেন, সে বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
মাদুরোর অনুপস্থিতি এবং প্রধান বিরোধী নেত্রীর প্রতি যুক্তরাষ্ট্রের আস্থাহীনতা সব মিলিয়ে লাতিন আমেরিকার দেশটি এখন এক গভীর সংকটের মুখে। ক্ষমতার পালাবদলে শেষ পর্যন্ত কে ভেনিজুয়েলার নিয়ন্ত্রণ নেবেন, তা এখনো অনিশ্চিত।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
এমআর/টিএ