ডিসেম্বরের শুরু থেকেই দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে কনকনে শীত ও মৃদু শৈত্যপ্রবাহ। বিশেষ করে উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে শীতের তীব্রতায় জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। এর মধ্যেই তাপমাত্রা নিয়ে নতুন করে দুঃসংবাদ এলো।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, শৈত্যপ্রবাহের মধ্যেই দেশের বিভিন্ন বিভাগে তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।
রোববার (৪ জুানয়ারি) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে তিনি লিখেছেন, শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে আবারও উত্তর-পশ্চিম ভারত থেকে আগত কুয়াশার বলয় রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোতে প্রবেশ করে। ফলে রবিবার সন্ধ্যার পর থেকে আবারও দেশব্যাপী কুয়াশার পরিমাণ ব্যাপক বৃদ্ধি পাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।
তবে সোমবার (৫ জানুয়ারি) সকাল থেকে শৈত্যপ্রবাহ তাপমাত্রা শুরু হওয়ার আশঙ্কা করা যাচ্ছে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগে বিভিন্ন জেলায়। সোমবার সকাল ৬টার সময় রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল সোমবার সামগ্রিকভাবে সারাদেশে পরিস্থিতির তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই।
রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ১ ডিগ্রি।
চলতি শীত মৌসুমে এখন পর্যত এটিই রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা। ঘন কুয়াশার চাদর ভেদ করে দুপুরের দিকে কিছুটা সূর্যের মুখ দেখা গেলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। সব মিলিয়ে রাজধানীতে শীতের তীব্রতা কিছুটা বেড়েছে। রাজধানীর মতো আরো কিছু অঞ্চলেও গতকাল কুয়াশা ও শীতের প্রকোপ বেশি ছিল।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, কুষ্টিয়া, কুমিলস্না, মৌলভীবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে মুদু (৮ থেকে ১০ ডিগ্রি) শৈত্যপ্রবাহ বয়ে গেছে। আগামীকালও তা অব্যাহত থাকতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে সারা দেশে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে।
এদিকে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনে ও রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত। আগামী মঙ্গলবার দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে কিছুটা কমতে পারে রাতের তাপমাত্রা। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে সারাদেশে শীতের অনুভূতি বাড়তে পারে।
এমআর/টিএ