ভেনেজুয়েলা আমাদের এলাকা: ট্রাম্প

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলাকে নিজেদের এলাকা বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দেশটি যুক্তরাষ্ট্রের ‘নিজস্ব এলাকা’ বা প্রভাববলয়ের মধ্যে পড়ে এবং ওয়াশিংটনের দায়িত্ব হলো এটিকে ‘ফিরিয়ে আনা’। তিনি ইঙ্গিত দিয়েছেন, তেলখাতে বড় ধরনের বিনিয়োগ ছাড়া ভেনেজুয়েলাকে ফের দাঁড় করানো যাবে না। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নির্দেশনা না মানলে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজও নিকোলাস মাদুরোর মতো পরিণতির মুখে পড়তে পারেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, গলফ কোর্স মার-আ-লাগো থেকে ওয়াশিংটন ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এসময় সরকার পরিবর্তন (রেজিম চেঞ্জ) ও রাষ্ট্রগঠন বিরোধী তার আগের মন্তব্যের প্রসঙ্গ স্মরণ করিয়ে দেয়া হলে ট্রাম্প বলেন, ‘এটা আমাদের এলাকা, ডন-রো নীতি। আমরা চাই আমাদের আশপাশের দেশগুলো টিকে থাকুক, সফল হোক- আর তেল যেন নির্বিঘ্নে বাইরে আসতে পারে।’

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলাকে ‘ফিরিয়ে আনতে’ হবে এবং দেশটিকে তিনি ‘মৃত’ বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, ‘অবকাঠামো ফের দাঁড় করাতে তেল কোম্পানিগুলোর বড় বিনিয়োগ দরকার হবে’। পরে আবার তিনি বলেন, যুক্তরাষ্ট্র নিজে ‘কিছুই বিনিয়োগ করবে না’, তবে ‘দেশটির দেখভাল করবে’ এবং ‘মানুষদেরও... ভেনেজুয়েলানসহ... যারা নিজের দেশ ছেড়ে এসে এখন যুক্তরাষ্ট্রে থাকছেন।’

এক সাংবাদিক জানতে চান- ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এখন কি দেশটির নেতৃত্ব দেবেন? জবাবে ট্রাম্প বলেন, তার লোকজন রদ্রিগেজের সঙ্গে যোগাযোগ রাখছে। তবে তিনি যদি যুক্তরাষ্ট্রের নির্দেশনা না শোনেন, তাহলে তার পরিণতিও মাদুরোর মতো হতে পারে। পরে কিউবার বিরুদ্ধে দেয়া হুমকির প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে ট্রাম্প বলেন, ওই ক্যারিবীয় দেশটি ‘নিজেই পড়ে যাবে’। তবে যুক্তরাষ্ট্র সেখানে একই ধরনের পদক্ষেপ নেবে কি না সে বিষয়ে সরাসরি কিছু বলেননি তিনি।

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও সিনেটর লিন্ডসে গ্রাহাম একই বিমানে ছিলেন এবং তিনিও প্রেসিডেন্টের পদক্ষেপের পক্ষে মন্তব্য করেন। তিনি বলেন, অন্য কোনও সামরিক বাহিনী এভাবে মাদুরোকে জীবিত আটক করতে পারত না। তিনি আরও বলেন, ‘দেখেন... কিউবার পালা আসছে। কিউবা একটা কমিউনিস্ট একনায়কতন্ত্র, তারা পুরোহিত-নানদের হত্যা করেছে, নিজেদের মানুষকে ভিকটিম বানিয়েছে। তাদের সময় ফুরিয়ে আসছে।’

এদিকে ভেনেজুয়েলায় এই সামরিক অভিযান আসলে তেল নাকি সরকার পরিবর্তনের জন্য; একজন সাংবাদিক এ বিষয়ে জানতে চাইলে ট্রাম্প জবাব দেন, বিষয়টি ‘পৃথিবীতে শান্তি’ আনার জন্য। তিনি বলেন, ‘মনরো ডকট্রিন যখন করা হয়েছিল, সেটা খুব গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু পরবর্তী সময়ের অনেক প্রেসিডেন্ট তার গুরুত্ব ভুলে গেছেন। আমি ভুলিনি, আমি ভুলিনি।’

প্রসঙ্গত, মনরো ডকট্রিন ছিল ঊনবিংশ শতকের শুরুর দিককার এক মার্কিন পররাষ্ট্রনীতি। এখানে বলা হয়েছিল, ইউরোপীয় শক্তিগুলো পশ্চিম গোলার্ধে প্রভাব বিস্তার করবে না। পরে প্রেসিডেন্ট থিওডর রুজভেল্ট এই নীতির ব্যাখ্যা আরও বিস্তৃত করেন। তিনি বলেন, কোনও দেশ নিজস্ব স্থিতিশীলতা ধরে রাখতে না পারলে সেখানে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
মাদুরোর পতন হবে, এমন বাজি ধরে পেলেন ৫ কোটি টাকা Jan 06, 2026
img
দূষিত শহরের তালিকায় ১০ম অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি Jan 06, 2026
img
শুভ জন্মদিন আমার এক্স বয়ফ্রেন্ড: কেয়া পায়েল Jan 06, 2026
img
জামায়াত-ইসলামী আন্দোলন-এনসিপি জোটের আসন ভাগাভাগি নিয়ে শঙ্কা Jan 06, 2026
img
ট্রাম্পের হুমকির মুখে প্রয়োজনে অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা কলম্বিয়ার প্রেসিডেন্টের Jan 06, 2026
img
ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে কুয়েত প্রবাসীদের প্রত্যাশা প্রকাশ Jan 06, 2026
img
আইপিএল বাংলাদেশে সম্প্রচার বন্ধের সিদ্ধান্তে ইশরাকের সাধুবাদ Jan 06, 2026
img
নেশা-জুয়া সুন্দর জীবনকে বিষণ্ণতার অন্ধকারে ঠেলে দেয়: আজহারী Jan 06, 2026
img
পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামলো ৮ ডিগ্রির ঘরে Jan 06, 2026
img
বিএসএফের হাতে আটক যুবকের মরদেহ দেশে ফেরত Jan 06, 2026
img
৬ জানুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা Jan 06, 2026
img
শীতের রাতে মোজা পরে ঘুমানো উপকার না ক্ষতি? Jan 06, 2026
img
স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে খেলতে চান বায়ার্নের বিস্ময় বালক Jan 06, 2026
img
রুপা কিনবেন? জেনে নিন আজকের বাজারদর Jan 06, 2026
img
জকসু নির্বাচন আজ, মানতে হবে ৮ নির্দেশনা Jan 06, 2026
img
আলজেরিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু Jan 06, 2026
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ Jan 06, 2026
img
৩৬৫ কোটি বাজেটে থালাপতি বিজয়ের বিদায়ী সিনেমা ‘জন নায়াগণ’ Jan 06, 2026
img
উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫ Jan 06, 2026
img
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ Jan 06, 2026