মাদুরোপুত্র ‘দ্য প্রিন্স’-এর বিরুদ্ধে মাদক সাম্রাজ্য চালানোর অভিযোগ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পরিবারকে ঘিরে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অভিযোগ এবার নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের সদ্য প্রকাশিত অভিযোগপত্রে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস এবং ছেলে নিকোলাস এরনেস্তো মাদুরো গেরার বিরুদ্ধে মাদক পাচার, নার্কো-সন্ত্রাসবাদ এবং অস্ত্র অপরাধের গুরুতর অভিযোগ আনা হয়েছে।

এই প্রেক্ষাপটে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছেন মাদুরোর ছেলে, যিনি ‘দ্য প্রিন্স’ নামে পরিচিত।

নিকোলাস এরনেস্তো মাদুরো গেরার বয়স ৩৫ বছর। ভেনেজুয়েলার ক্ষমতাসীন ‘চাভিস্তা’ আন্দোলনের একজন উদীয়মান মুখ ছিলেন তিনি। ১৯৯০ সালে মাদুরোর প্রথম স্ত্রী আদ্রিয়ানা গেরা আঙ্গুলোর ঘরে জন্ম নেওয়া এই নেতা ‘নিকোলাসিতো’ নামেও পরিচিত। তিনি দেশটির জাতীয় পরিষদের সদস্য ছিলেন এবং একসময় তাঁকে রাজনৈতিক উত্তরসূরি হিসেবেও বিবেচনা করা হচ্ছিল।

যুক্তরাষ্ট্রের ফেডারেল কৌঁসুলিদের অভিযোগ, ‘দ্য প্রিন্স’ ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে কোকেন পাচারের একটি বিস্তৃত নেটওয়ার্কের অন্যতম মূল সংগঠক ছিলেন। অভিযোগপত্র অনুযায়ী- রাষ্ট্রীয় সম্পদ, সামরিক বাহিনীর সদস্য এবং রাজনৈতিক প্রভাব ব্যবহার করে এই মাদক পাচার পরিচালিত হতো।

২০১৪ ও ২০১৫ সালে তিনি নিয়মিতভাবে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএস-এর মালিকানাধীন ‘ফ্যালকন-৯০০’ জেটে চড়ে মার্গারিটা দ্বীপে যাতায়াত করতেন। প্রতিবার ফ্লাইটের আগে বিমানে বড় বড় টেপে মোড়ানো কোকেনের প্যাকেট তোলা হতো বলে অভিযোগ রয়েছে। ভেনেজুয়েলার সামরিক কর্মকর্তারাও এসব সম্পর্কে জানতেন বলেও দাবি করা হচ্ছে।

এক হলফনামায় উল্লেখ করা হয়েছে, মাদুরো গেরা গর্ব করে বলতেন, এই বিমান যেখানে খুশি উড়তে পারে- এমনকি যুক্তরাষ্ট্রের আকাশসীমাতেও।

২০১৭ সালে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে শত শত কেজি কোকেন পাঠানোর পরিকল্পনা ও বাস্তবায়নে তাঁর ভূমিকার কথাও অভিযোগপত্রে উঠে এসেছে। এমনকি নিউইয়র্কে নিম্নমানের কোকেন পাঠানো এবং স্ক্র্যাপ মেটালের কনটেইনারে করে মাদক ঢোকানোর পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে।

মাদুরো গেরার বিরুদ্ধে ‘কার্টেল দে লস সোলেস’-এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অভিযোগ রয়েছে- যা ভেনেজুয়েলার উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তাদের নেতৃত্বাধীন একটি শক্তিশালী মাদকচক্র বলে যুক্তরাষ্ট্র দাবি করে।

অভিযোগ অনুযায়ী, এই চক্র পিডিভিএস-এর বিমান, প্রেসিডেনশিয়াল হ্যাঙ্গার এবং কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে মাদকের চালান আড়াল করত।

যুক্তরাষ্ট্রের অভিযোগপত্রে তিনটি প্রধান অভিযোগ আনা হয়েছে- নার্কো-সন্ত্রাসবাদে ষড়যন্ত্র, যুক্তরাষ্ট্রে কোকেন আমদানির ষড়যন্ত্র এবং অস্ত্র ও বিধ্বংসী অস্ত্র ব্যবহারের ষড়যন্ত্র। এসব অভিযোগ আন্তর্জাতিক রাজনীতিতে ভেনেজুয়েলা সংকটকে আরও ঘনীভূত করবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এসকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
বাড়ানো হলো সরকারি গাড়ি কেনার মূল্যসীমা Jan 07, 2026
img
জামায়াত আমিরের সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ Jan 07, 2026
img
আইপিএলে অবহেলিত মোস্তাফিজ, পিএসএলে চাহিদার শীর্ষে Jan 07, 2026
img
দেশ ত্যাগের পরিকল্পনা হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির! Jan 07, 2026
img
বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণ ও রুপার দাম Jan 06, 2026
img
আগামী সপ্তাহে ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত Jan 06, 2026
img
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কনটেন্ট ক্রিয়েটর আথিরার Jan 06, 2026
img
তারেক রহমানের নিরাপত্তা টিমে নিয়োগ সাবেক ৩ সেনা কর্মকর্তা Jan 06, 2026
img
নতুন বার্তা দিলেন মোস্তাফিজ Jan 06, 2026
img
আন্তঃমন্ত্রণালয় তথ্য আদান-প্রদান না হওয়ায় সরকারের ব্যয় বাড়ছে: ফয়েজ তৈয়্যব Jan 06, 2026
img
২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন তারেক রহমান Jan 06, 2026
img
মাদুরোর বিরুদ্ধে মাদক কার্টেল সংশ্লিষ্টতার অভিযোগ তুলে নিল যুক্তরাষ্ট্র Jan 06, 2026
img
জাপা ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টকে নির্বাচন থেকে বিরত রাখতে রিট Jan 06, 2026
img
নির্বাচনের প্রস্তুতি দেখ‌তে ঢাকায় আসছেন ইইউর প্রধান পর্যবেক্ষক Jan 06, 2026
img
অভিনেত্রী দেবলীনাকে ছেলের বউ হিসেবে চেয়েছিলেন গায়িকা মীনা বড়ুয়া! Jan 06, 2026
img
ভারতের দেয়া রাষ্ট্রীয় নিরাপত্তার প্রস্তাব ফিরিয়ে দিলো বিসিবি Jan 06, 2026
img
বিচ্ছেদের এক বছর পর ভালোবাসা নিয়ে জেনিফারের নতুন ভাবনা Jan 06, 2026
img
স্বল্প নিঃসরণকারী হলেও মিথেন নিয়ন্ত্রণে বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করতে চায়: মৎস্য উপদেষ্টা Jan 06, 2026
img
রপ্তানি ডকুমেন্ট অনলাইনে জমার অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক Jan 06, 2026
img
পর্দায় ফিরছেন রণবীর-দীপিকা! চলছে গুঞ্জন Jan 06, 2026