রাতের আঁধারে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করার পর নিউ ইয়র্কে নিয়ে যায় মার্কিন স্পেশাল ডেল্টা ফোরসেস। এ ঘটনার পর প্রেসিডেন্টের ছেলে নিকোলাস মাদুরো গেরা দেশবাসীর প্রতি রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) সংবাদ সংস্থা এএফপি এ তথ্য জানায়।
রোববার (৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক অডিও বার্তায় মাদুরো গেরা বলেন, 'আপনারা আমাদেরকে রাস্তায় প্রতিবাদ করতে দেখবেন, মানুষের পাশে দাঁড়াতে দেখবেন, মর্যাদা ও আত্মসম্মানের পতাকা হাতে দেখতে পাবেন।'
বার্তাটির সত্যতা তার ঘনিষ্ঠ সহকর্মীরা এএফপি’কে নিশ্চিত করেছেন। গেরা পোস্টে লিখেছেন, 'তারা (মার্কিন যুক্তরাষ্ট্র) আমাদের দুর্বল হিসেবে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চায়। কিন্তু আমরা দুর্বল নই এবং হব না।'
মাদুরো ও তার স্ত্রীকে আটকের পেছনে দেশের ভেতরের কোনো গুপ্তচর কিংবা বিশ্বাসঘাতক ছিলো কি না—এমন গুঞ্জনের প্রসঙ্গ টেনে মাদুরো পুত্র গেরা বলেন, 'কারা বিশ্বাসঘাতকতা করেছে, তা ইতিহাসই একদিন স্পষ্ট করে দেবে।'
তিনি আরও বলেন, প্রয়াত নেতা হুগো চাভেজের আদর্শে গড়ে ওঠা সমাজতান্ত্রিক চাভিজমো আন্দোলন ধ্বংস করা যাবে না এবং এই আন্দোলন টিকে থাকবে।
রোববার (৪ জানুয়ারি) রাজধানী কারাকাসে মাদুরো সমর্থকদের একটি অংশকে রাস্তায় নামতে দেখা গেছে। তারা পতাকা ও পোস্টার হাতে সরকারের প্রতি সমর্থন জানান।
এর আগে, শনিবার (৩ জানুয়ারি) স্থানীয় সময় মধ্যরাতে ট্রাম্পের নির্দেশে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানের পর মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। তারা বর্তমানে নিউইয়র্কে ফেডারেল হেফাজতে রয়েছেন এবং আজ আদালতে হাজির করার কথা রয়েছে। এ পরিস্থিতিতে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের আদেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।
এসকে/টিকে