ঢাকার কেরানীগঞ্জে জিনজিরা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক মোহাম্মদ সামির হাসান (২৫) ও কৃষক লীগের অর্থ সম্পাদক মানিক সরকার (৩৯)-কে গ্রেপ্তার করছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। রবিবার (৪ জানুয়ারি) দিবাগত গভীর রাতে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা লছমানগঞ্জ এলাকা সামিরের নিজবাড়ি ও সোমবার (৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে জিনজিরা ইউনিয়নের মান্দাইল এলাকায় নিজ বাড়ি থেকে মানিককে গ্রেপ্তার করা হয়।
সামির ও মানিক সরকারের বিরুদ্ধে বিভিন্ন নাশকতার অভিযোগ থাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা ও পুলিশ জানায়, দীর্ঘ ১৭ বছর সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ক্ষমতার অপব্যবহার করে এলাকায় বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন মানিক ও সামির।
২০২৪ সালের ৫ আগস্টের পরে কয়েক মাস তারা আত্মগোপনে ছিলেন। পরে গতকাল রবিবার রাতে সামির বাসায় অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে রাতেই তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে মানিক সরকার তার বাড়িতে অবস্থান করাকালে আজ সোমবার সকালে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি সাইফুল আলম জানান, রাজনৈতিক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সামির ও কৃষক লীগ নেতা মানিক সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। রাজনৈতিক মামলায় তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এসকে/টিকে