অন্তর্জালে মুক্তি পেয়েছে অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন অভিনীত আসন্ন ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল’-এর গান ‘শোনো গো দখিন হাওয়া’। মুক্তির পরই গানটি নজর কেড়েছে দর্শকদের, বিশেষ করে অঙ্কুশ-ঐন্দ্রিলার রোমান্টিক উপস্থিতির জন্য।
গানটির দৃশ্যে একাধিক ঘনিষ্ঠ মুহূর্তে ধরা পড়েছেন এই তারকা জুটি। শুধু তাই নয়, ক্যামেরার সামনে এই প্রথমবার অঙ্কুশের ঠোঁটে ঠোঁট রাখতে দেখা গেল ঐন্দ্রিলাকে।
ফলে পর্দায় ছড়িয়ে পড়েছে স্পষ্ট উষ্ণতা।
গানের ভিজ্যুয়ালে অঙ্কুশকে দেখা যায় লাল রঙের শার্টে, আর ঐন্দ্রিলাকে কখনও লাল, কখনও অলিভ গ্রিন রঙের গাউনে। বিদেশের মনোরম সমুদ্র সৈকতের পটভূমিতে বিভিন্ন দৃশ্যে রোমান্স ছড়িয়েছেন তাঁরা।
উল্লেখ্য, সোমলতা আচার্য ও দুর্নিবার সাহার কণ্ঠে গাওয়া এই ‘শোনো গো দখিন হাওয়া’ গানটি বহু বছরের পুরনো।
মূল গানটির শিল্পী ছিলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী এস ডি বর্মন। ২০২২ সালে কোক স্টুডিও বাংলায় নতুন আয়োজনে গানটি ফের আলোচনায় আসে।
প্রসঙ্গত, আগামী ৯ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘নারী চরিত্র বেজায় জটিল’। আদ্যপ্রান্ত কমেডিতে মোড়া এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা।
হাসির গল্পের মাঝেই যে রোমান্স ও উষ্ণতার ছোঁয়া থাকছে, ‘দখিন হাওয়া’ তারই স্পষ্ট ইঙ্গিত দিল।
এমআই/এসএন