অসমের সিনেমা ইতিহাসে একটি নতুন অধ্যায় লিখলেন জুবিন গর্গ। সম্প্রতি প্রয়াত এই গায়কের শেষ ছবি ‘রই রই বিনালে’ অসমে সর্বকালের সেরা ব্যবসা করে ভক্তদের ভালোবাসায় রইল ইতিহাস। গত ৩১ অক্টোবর মুক্তিপ্রাপ্ত সিনেমায় জুবিনকে দেখা গেছে এক অন্ধ গায়কের চরিত্রে। পরিচালক রাজেশ ভুঁইয়া জানিয়েছেন, তিন বছরের কঠোর পরিশ্রম আর নিজের গান ও অভিনয় দিয়ে জুবিন সিনেমাটি পরিপূর্ণ করেছিলেন। মৃত্যুর ঠিক কয়েক দিন আগে ছবির প্রচার কৌশলও ঠিক করেছিলেন খোদ জুবিন।
মুক্তির দিন থেকেই অশ্রুসিক্ত নয়নে প্রেক্ষাগৃহে ভিড় করেছিলেন অনুরাগীরা। বিভিন্ন হল হাউসফুল, অগ্রিম বুকিংয়ের হিড়িক দেখে অসমের সিনেবিশেষজ্ঞরাও অবাক ছিলেন। সিনেমার ওপেনিং থেকে বোঝা যাচ্ছিল, এটি শুধু একটি সিনেমা নয়, বরং অসমবাসীর হৃদয়ের সাথে জড়িত এক অনুভূতি।
বক্স অফিসের হিসেব বলছে, শুধু অসমেই আয় হয়েছে ৩৮ কোটি টাকা। এর পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আরও ৪ কোটি টাকা এসেছে। মুক্তির পর দিন থেকেই শো সংখ্যা বাড়ানোর তীব্র চাহিদায় বন্ধ প্রেক্ষাগৃহও খুলতে হয়েছে। এমন পরিস্থিতিতে অন্যান্য জনপ্রিয় সিনেমা ‘কান্তারা চ্যাপ্টার ১’ ও ‘থামা’র শো বাতিল করতে হয়েছে।
ফলে ‘রই রই বিনালে’ মাত্র ৪২ কোটি টাকার আয় করে অসমের ইতিহাসে সর্বকালের সেরা ব্যবসা করা ছবির খেতাব অর্জন করল। উল্লেখযোগ্য, রাজ্য থেকে পাওয়া ২.৯০ কোটি টাকা জিএসটি জুবিনের স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। শেষপর্যন্ত সিনেমা, গান এবং জুবিনের ম্যাজিক মিলিয়ে অসমবাসীর মনে চিরস্থায়ী জায়গা করে নিল ‘রই রই বিনালে’।
এমকে/টিএ