আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে সোমবার রাত ৮টা পর্যন্ত মোট ১৫ লাখ ৬ হাজার ৭৮৮ জন ভোটার নিবন্ধন করেছেন। ভোটারদের অনুরোধের পরিপ্রেক্ষিতে নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ৫ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করেছিল নির্বাচন কমিশন (ইসি)।
ইসির সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, নিবন্ধিত ভোটারদের মধ্যে পুরুষ ১২ লাখ ৬০ হাজার ৫৬৬ জন এবং নারী ২ লাখ ৪৬ হাজার ২২০ জন। এখন পর্যন্ত অনুমোদিত ভোটার ১৫ লাখ ২৮০ জন, আর অনুমোদনের অপেক্ষায় রয়েছে ৬ হাজার ৫০৮টি আবেদন।
এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এর মূল লক্ষ্য প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা। এরই ধারাবাহিকতায় চালু করা হয় ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ। গত ১৯ নভেম্বর থেকে শুরু হয় এই প্ল্যাটফর্মে নিবন্ধন।
এদিকে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি ইউরোপের দেশ গ্রিসে বসবাস করলেও পোস্টাল ভোটের নিবন্ধনে অংশগ্রহণ এখনো আশানুরূপ নয়। এজন্য প্রচারণার অভাব মনে করছেন কমিউনিটি নেতারা। গ্রিসে বসবাস করেন ৩৫ থেকে ৪০ হাজার বাংলাদেশি। কিন্তু পোস্টাল ভোটার নিবন্ধন করেছেন মাত্র ১ হাজার ১১৯ জন। গ্রিস প্রবাসীরা জানান, অনেকেই এ কার্যক্রম সম্পর্কে জানেন না। প্রক্রিয়া নিয়ে গ্রিসে পর্যাপ্ত প্রচারণা না থাকায় আগ্রহ থাকা সত্ত্বেও তারা নিবন্ধন করতে পারেননি।
এবি/টিকে