ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা লায়ন মো. ফারুক রহমান বলেছেন, বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজীবন দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। গণতন্ত্র, মানুষের অধিকার এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আমৃত্যু তিনি ছিলেন আপসহীন। তাই ইতিহাসের মহাকাব্যে বেগম জিয়ার নাম স্মরণীয় হয়ে থাকবে।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ন্যাশনাল লেবার পার্টি আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লায়ন ফারুক রহমান বলেন, বেগম খালেদা জিয়া তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে দেশপ্রেমী ও গণতন্ত্রকামী মানুষের প্রেরণা হয়ে থাকবেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহতাআলা তাকে যেন জান্নাতবাসী করেন।
ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলামের সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য রাখেন ১২ দলীয় জোটভুক্ত কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্য জোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, প্রগতিশীল জাতীয়তাবাদী দলের (পিএনপি) চেয়ারম্যান ফিরোজ মুহাম্মদ লিটন, জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, ন্যাশনাল লেবার পার্টির ঢাকা মহানগরীর সভাপতি মাইদুল ইসলাম আসাদ প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন ন্যাশনাল লেবার পার্টির কেন্দ্রীয় অর্থ সম্পাদক মো. হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক মো. জুয়েল রানা, কেন্দ্রীয় সদস্য মো. রবিউল ইসলাম, মো. মনিরুল ইসলাম খোকন, মো. আখতারুজ্জামান প্রমুখ।
কেএন/টিকে