ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের জন্য এবার আমরা ভোট দেবো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
মঙ্গলবার দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বিরাল্লায় নির্বাচনি পদযাত্রায় তিনি একথা কথা বলেন।
হাসনাত বলেন, কোনো পেশিশক্তি বা সন্ত্রাসী ভোটকেন্দ্র দখলে আসলে প্রতিহত করা হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে যেকোনো ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত আছি। এবার ভোটাররা সন্ত্রাস, চাঁদাবাজ, লুটেরা এবং আধিপত্যবাদের বিরুদ্ধে ভোট দেবে।
তিনি বলেন, যারা দুর্নীতি করে, টেন্ডারবাজি করে, মামলাবাজি করে ভোট তাদের বিরুদ্ধে দিবেন। ইনসাফ, দুর্নীতি ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের জন্য এবার আমরা ভোট দেবো।
ভোটারদের উদ্দেশ্যে হাসনাত বলেন, এবার সবাই কেন্দ্র পাহারা দিবেন, কেন্দ্র দখল করতে আসলে তাদেরকে প্রতিহত করবেন। এ সময় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় কালে এনসিপি ও জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।
আইকে/টিএ