বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসবেন ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
রাশেদ খান দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিএনপির সঙ্গে ২০২২ সালে যুগপৎ আন্দোলনসহ চব্বিশের গণ-অভ্যুত্থানে সম্মুখে থেকে আমরা নেতৃত্ব দিয়েছিলাম। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের জন্য ২০১৮ সালে আমরা আন্দোলন শুরু করেছিলাম। এ জন্য সেসময় আমাকে নিপীড়ন, রিমান্ড, নির্যাতন সব কিছু করা হয়েছিল।’
তিনি আরো বলেন, ‘আসন্ন নির্বাচন ও দেশের চলমান পরিস্থিতি নিয়েও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সঙ্গে আলোচনা হবে বলে আশা করছি।’
ইউটি/টিএ