খালেদা জিয়া জীবিত থাকলে আমাকে বহিষ্কার করা সম্ভব হতো না : রুমিন ফারহানা

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আজকে বাংলাদেশে যে আরেকটা গণতান্ত্রিক পরিবর্তন হতে যাচ্ছে তার পেছনে জীবন দিয়ে ভূমিকা রেখেছেন বেগম খালেদা জিয়া। তিনি আমাকে রাজনীতিতে এনেছেন। তিনি জীবিত থাকাকালে আমার বিরুদ্ধে কোনো বহিষ্কারের আদেশ আসেনি। এই আদেশ এসেছে তার মৃত্যুর পর।

আজকে যদি উনি জীবিত থাকতেন অনেক কিছুই হয়তো অন্যরকম হতো। 

সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলের টক শো প্রোগ্রামে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গত ১৭ বছর ধরে বিশেষ করে গত ১৫ বছরে টেলিভিশন টকশো, সংসদ ও নির্বাচনী এলাকায় ধারাবাহিকভাবে দল, দেশ ও মানুষের পক্ষে কথা বলে এসেছেন। তার ভাষায়, বিএনপি একটি বড় রাজনৈতিক দল; সেখানে নানা ধরনের হিসাব-নিকাশ থাকা স্বাভাবিক।

দীর্ঘদিন পর দেশে একটি নির্বাচন হতে যাচ্ছে এবং সে কারণে বিএনপি কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে জোট ও আসন সমঝোতায় গেছে। বিএনপির হাতেও হয়তো খুব বেশি অপশন ছিল না। 

তিনি আরো বলেন, দলীয় নির্দেশনা অনুযায়ী ২০১৭ সাল থেকে সংশ্লিষ্ট আসনে কাজ করে আসছেন। বিশেষ করে উকিল আব্দুল সাত্তার নৌকা মার্কায় চলে যাওয়ার পর দল থেকে স্পষ্টভাবে জানানো হয়েছিল, ওই আসনটি তাকে দেওয়া হবে এবং সেখানেই তাকে কাজ করতে হবে।

নির্বাচন সামনে আসার পর হঠাৎ করেই দলীয় হাইকমান্ড থেকে জানানো হয়, অন্য একটি দলের সঙ্গে জোট করা হচ্ছে। তবে এ সিদ্ধান্তের বিষয়ে তাকে ব্যক্তিগতভাবে কিছু জানানো হয়নি। তিনি বলেন, দলের সিদ্ধান্ত বদলাতে পারে, কিন্তু এলাকার মানুষের প্রতি তার যে অঙ্গীকার, তা তিনি উপেক্ষা করতে পারেন না। সে কারণেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, তার এলাকার মানুষের স্পষ্ট দাবি ছিল, এবার যেন জোটের কোনো প্রার্থী না দেওয়া হয় এবং ধানের শীষের প্রার্থী আসে।

কারণ ২০০১ সালের পর থেকে এ আসনে ধানের শীষের কোনো প্রার্থী ছিল না। ২০১৮ সালে উকিল আব্দুল সাত্তার ধানের শীষে নির্বাচিত হলেও তিনি সংসদে মাত্র একদিন উপস্থিত ছিলেন। 
তিনি আরো বলেন, বর্তমান সময়ে মানুষকে আর অন্ধকারে রাখা সম্ভব নয়। কে মাঠে আছে, কে নেই, কে দুঃসময়ে ফোন ধরেন আর কে নিরাপদ দূরত্বে থাকেন, সবকিছুই এখন মানুষের চোখের সামনে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিনই তাঁর দাফনের আগেই বিএনপির নয়জন নেতাকে বহিষ্কারের ঘটনা মানুষ ভালোভাবে নেয়নি।

নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে রুমিন ফারহানা জানান, এটি তিনি এককভাবে নেননি। তার এলাকার ১৯টি ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে, তাদের মতামত নিয়েই তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছেন। তিনি বলেন, এলাকার মানুষের সঙ্গে তার যে প্রতিশ্রুতি ও দায়বদ্ধতা রয়েছে, সেটাই তার কাছে মুখ্য। তিনি জানান, নির্বাচন করার আগে তিনি বিভিন্ন গোয়েন্দা সংস্থা, দলীয় ও বেসরকারি পেশাদার প্রতিষ্ঠানের করা ৮ থেকে ৯টি জরিপ প্রতিবেদন পর্যালোচনা করেছেন। এসব জরিপের ভিত্তিতেই তিনি ‘হাঁস’ মার্কায় নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।

বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত এলাকায় বড় কোনো বিশৃঙ্খলা চোখে পড়েনি। তবে ২২ তারিখ থেকে প্রচার-প্রচারণা শুরু হলে পরিস্থিতি আরো স্পষ্ট হবে। ২১ তারিখ প্রতীক বরাদ্দের পর প্রকৃত চিত্র বোঝা যাবে বলে তিনি মনে করেন।

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামল ৮ ডিগ্রিতে, বিপর্যস্ত জনজীবন Jan 08, 2026
img
খালেদা জিয়া কর্মের জন্য অমর হয়ে থাকবেন : দুলু Jan 08, 2026
img
অভিনেত্রী সাবার আইনী নোটিশে প্রকাশ্যে ক্ষমা চাইলেন সাংবাদিক Jan 08, 2026
img
পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নিয়ে নতুন নির্দেশনা Jan 08, 2026
img
গ্রিনল্যান্ড কেনার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র Jan 08, 2026
img
বাংলাদেশের হলে মুক্তি পাচ্ছে ‘সুলতানাস ড্রিম’ Jan 08, 2026
img
কুয়েতে খালেদা জিয়াকে কূটনী‌তিকসহ বি‌শিষ্টজনদের শ্রদ্ধা Jan 08, 2026
img
ঘরোয়া ক্রিকেটের নৈপুন্যে বিপিএলে অভিষেক আবু হাশিমের Jan 08, 2026
img
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৩.৭৮ বিলিয়ন ডলার Jan 08, 2026
img
পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে বেগম খালেদা জিয়ার শোকবইয়ে কূটনৈতিকদের শ্রদ্ধা Jan 08, 2026
img
ব্যস্ত সময় কাটছে জামায়াত আমিরের Jan 08, 2026
img
কুড়িগ্রামে কনকনে শীতে স্থবির জনজীবন Jan 08, 2026
img
অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী Jan 08, 2026
img
ঢাকায় দিনের তাপমাত্রা বাড়ার আভাস, শুষ্ক থাকবে আবহাওয়া Jan 08, 2026
img
আবারও বিশ্বসেরা আফগানিস্তানের জাফরান Jan 08, 2026
img
সালমান ও রণবীরের সঙ্গে কাজ করা পরিচালক সমকামী, বলিউড নিয়ে নতুন তথ্য ফাঁস Jan 08, 2026
img
প্যারিসে ভারী তুষারপাত, ২ দিনের সতর্কতা জারি Jan 08, 2026
img
নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি Jan 08, 2026
img
১৬ মিনিটের মধ্যে ৪ গোল, বড় জয়ে ফাইনালে বার্সেলোনা Jan 08, 2026
img
নোয়াখালীতে প্রচণ্ড শীতে ভোগান্তিতে উপকূলীয় জনজীবন Jan 08, 2026