নির্বাচন কমিশনে (ইসি) চলছে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের তৃতীয় দিনের কার্যক্রম।
আজ বুধবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের তৃতীয় দিনের কার্যক্রম।
এর আগে, গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনে আবেদন করেন ১২২ জন। গত দুই দিনে মোট আপিল জমা হয়েছে ১৬৪টি।
মঙ্গলবার প্রার্থীদের বৈধতা দেওয়ার ক্ষেত্রে ইসির পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। ইসির বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও। আপিলকারীদের বেশিরভাগই স্বতন্ত্র।
এদিকে, আগামী ৯ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে। ১৮ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি হবে সব আপিলের।
কেএন/এসএন