বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মশাল হাতে নিয়ে শেষ পর্যন্ত তা বহন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জিয়া পরিষদ আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। চার ভাগের এক শতাংশ ক্ষমতায় ছিলেন, বাকিটা সময় আন্দোলন সংগ্রামে ছিলেন। জাতিকে সাহস যুগিয়েছেন।’
খসরু বলেন, ‘তিনি রাজনীতিতে আসছেন, কিন্তু এমন একজন নেতা, যিনি স্বৈরাচারের সঙ্গে কখনও আপোষ করেননি। অন্যরা এরশাদের সঙ্গে আপোষ করে নানা রকমের সুযোগ সুবিধা নিয়েছেন।’
তিনি বলেন, ‘আজকে যারা বিএনপির প্রতিপক্ষ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে তারাও আপোষ করেছে। কিন্তু বেগম জিয়া ওয়ান এলিভেনেও আপোষ করেননি। শুরু থেকে শেষ পর্যন্ত নিজের জীবনের বিনিময়েও কোনকিছুর সঙ্গে আপোষ করেনি।’
তিনি আরও বলেন, ‘তিনি নারীদের জন্য নানা সুযোগ সুবিধা তৈরি করেছেন, কৃষকদের জন্য করেছেন এবং গণতন্ত্রের মশাল হাতে নিয়ে শেষ পর্যন্ত তা বহন করেছেন বেগম খালেদা জিয়া।’
খসরু বলেন, ‘কোটি মানুষ জানাজায় এসেছে, এটা এমনিতে হয়নি। এটা খালেদা জিয়ার জন্য মানুষের স্নেহ-ভালবাসা থেকে হয়েছে।’
বাংলাদেশের উন্নয়নের সুফল প্রত্যেক নাগরিকের কাছে যেতে হবে উল্লেখ করে খসরু বলেন, ‘তারেক রহমান যে রূপরেখা দিয়েছেন সে অনুযায়ী কাজ করতে হবে। রাজনৈতিক গণতন্ত্র না শুধু অর্থনৈতিক গণতন্ত্র করতে হবে। এখানে পার্টনারশিপ লাগবে। তারেক রহমানকে সহযোগিতা করতে হবে। আমরা সেটা করবো। আমরা সবাই মিলে আগামীর বাংলাদেশ গড়ব।’
ইউটি./টিএ