দেশে বর্তমানে যারা বিএনপির বিপক্ষে রাজনীতি করছে অতীতে তারাই স্বৈরাচারদের সাথে আপস করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (৭ জানুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জিয়া পরিষদ আয়োজিত দোয়া ও আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
আলোচনা সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাবা-মায়ের রেখে যাওয়া গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে সুশৃঙ্খল হয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ত্যাগ ও আপোষহীনতার জন্য দেশের মানুষ স্বৈরশাসন থেকে মুক্তি পেয়েছিল। বিএনপির এই নেতা বলেন, দেশের প্রত্যেকটি মানুষের জন্য অর্থনৈতিক গণতন্ত্র ফিরিয়ে আনতে কাজ করছে বিএনপি। এসময় বাংলাদেশ নিয়ে তারেক রহমানের রূপরেখা বাস্তবায়নে সকলকে একসাথে মিলেমিশে কাজ করার আহ্বানও জানান তিনি।
এমসয় ত্রয়োদশ নির্বাচনের ইশতেহার নিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ইশতেহার তারেক রহমানের দেওয়া ৩১ দফা সংস্কার প্রস্তাবের ওপর ভিত্তি করেই প্রণীত হবে।
আইকে/টিএ