জামায়াত ও পলাতক আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এক এগারোর সরকারের প্রতি সমর্থন ছিল জামায়াতের। স্বৈরাচার এরশাদের অধীনে এই দুই দলের নির্বাচনে অংশগ্রহণেরও সমালোচনা করেন তিনি।
বুধবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জিয়া পরিষদ আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, বাবা-মায়ের রেখে যাওয়া গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্ব দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে সুশৃঙ্খল হতে হবে। খালেদা জিয়ার ত্যাগ ও আপোষহীনতার জন্য দেশের মানুষ স্বৈরশাসন থেকে মুক্তি পেয়েছিল, আজকে যারা বিএনপির বিপক্ষে রাজনীতি করছে অতীতে তারাই স্বৈরাচারদের সাথে আপস করেছিল। দেশের প্রত্যেকটি মানুষের জন্য অর্থনৈতিক গণতন্ত্র ফিরে আনতে কাজ করছে বিএনপি।
তিনি আরও বলেন, আজকে যারা বিএনপির প্রতিপক্ষ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে তারাও আপোষ করেছে। কিন্তু বেগম জিয়া ওয়ান এলিভেনেও আপোষ করেননি। শুরু থেকে শেষ পর্যন্ত নিজের জীবনের বিনিময়েও কোনকিছুর সঙ্গে আপোষ করেনি। তিনি নারীদের জন্য নানা সুযোগ সুবিধা তৈরি করেছেন, কৃষকদের জন্য করেছেন এবং গণতন্ত্রের মশাল হাতে নিয়ে শেষ পর্যন্ত তা বহন করেছেন খালেদা জিয়া। কোটি মানুষ জানাজায় এসেছে, এটা এমনিতে হয়নি। এটা খালেদা জিয়ার জন্য মানুষের স্নেহ-ভালবাসা থেকে হয়েছে।
বাংলাদেশের উন্নয়নের সুফল প্রত্যেক নাগরিকের কাছে যেতে হবে উল্লেখ করে খসরু বলেন, ‘তারেক রহমান যে রূপরেখা দিয়েছেন সে অনুযায়ী কাজ করতে হবে। রাজনৈতিক গণতন্ত্র না শুধু অর্থনৈতিক গণতন্ত্র করতে হবে। এখানে পার্টনারশিপ লাগবে। তারেক রহমানকে সহযোগিতা করতে হবে। আমরা সেটা করবো। আমরা সবাই মিলে আগামীর বাংলাদেশ গড়ব।’
এমআর/টিএ