আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা–৫ (ফুলতলা–ডুমুরিয়া) আসন থেকে জামায়াত ইসলামীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
গত ২৯ ডিসেম্বর খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দেয়ার সময় হলফনামায় নিজের স্থাবর ও অস্থাবর সম্পদের বিস্তারিত হিসাব তুলে ধরেছেন। হলফনামা অনুযায়ী, তার ঘোষিত মোট সম্পদের বর্তমান আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৪ লাখ টাকার বেশি।
৬৭ বছর বয়সী মিয়া গোলাম পরওয়ারের আয়ের একমাত্র উৎস ব্যবসা। ব্যবসা থেকে তার বার্ষিক আয় দেখানো হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা।
হলফনামায় উল্লেখ করা হয়েছে, তিনি এমকম (অ্যাকাউন্টিং) ডিগ্রিধারী, বর্তমান পেশা ব্যবসা এবং অতীতে শিক্ষকতা করেছেন। তার স্ত্রী কামরুন্নাহার সালমা গৃহিণী। পরিবারে তার মা ফাতেমা বেগম ও স্ত্রী গৃহিণী এবং ছেলে আহম্মাদ আতাউল্লাহ সালমান ছাত্র।
ঘোষিত স্থাবর সম্পদের মধ্যে রয়েছে অকৃষিজমি ও ভবন, যার বর্তমান বাজারমূল্য ধরা হয়েছে ১ কোটি টাকা। এসব সম্পদের অর্জনকালীন মূল্য ছিল ২২ লাখ ৭২ হাজার টাকা। অস্থাবর সম্পদের হিসাবে নগদ ৫ লাখ ৯০ হাজার টাকা এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ৭ লাখ ২৪ হাজার ৭৩৩ টাকা জমা থাকার তথ্য দিয়েছেন তিনি। পাশাপাশি ইলেকট্রনিক সামগ্রী ও আসবাবপত্র মিলিয়ে প্রায় ১ লাখ ৯০ হাজার টাকার সম্পদের কথাও উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে তাঁর অস্থাবর সম্পদের বর্তমান মূল্য দেখানো হয়েছে প্রায় ১৪ লাখ টাকার বেশি।
হলফনামায় স্ত্রীর সম্পদের বিবরণেও উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে, কামরুন্নাহার সালমার নামে ১৫ ভরি সোনা রয়েছে, যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ২২ লাখ ৫৭ হাজার টাকা।
তার স্ত্রীর নামে কোনো স্থাবর সম্পত্তি নেই বলেও হলফনামায় উল্লেখ করা হয়েছে।
মিয়া গোলাম পরওয়ার তার বিরুদ্ধে দায়ের হওয়া ৪৮টি ফৌজদারি মামলার তথ্য দিয়েছেন। এসব মামলা ২০০০ থেকে ২০২৪ সালের মধ্যে খুলনা, ঢাকাসহ বিভিন্ন জেলায় করা হয়েছিল।
হলফনামা অনুযায়ী, সব মামলায় তিনি খালাস বা অব্যাহতি পেয়েছেন এবং বর্তমানে তাঁর বিরুদ্ধে কোনো চলমান ফৌজদারি মামলা নেই।
আয়কর সংক্রান্ত তথ্যে উল্লেখ করা হয়েছে, চলতি কর বছরে তিনি ৪ লাখ ৮২ হাজার ৪৭৮ টাকা আয় দেখিয়ে ৫ হাজার ৬২৫ টাকা কর পরিশোধ করেছেন। দাখিল করা আয়কর রিটার্নে তার মোট সম্পদের হিসাব দেখানো হয়েছে ৩৭ লাখ ৮১ হাজার টাকার কিছু বেশি।
মিয়া গোলাম পরওয়ার উল্লেখ করেন, ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের প্রার্থী হিসেবে তিনি খুলনা–৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
এমকে/টিএ