সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির ‘Pakistan TV’ নামক একটি গণমাধ্যমের টকশোতে হাজির হয়ে আনন্দবাজারের বরাতে দাবি করেছেন যে, ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন না মর্মে ভারতের সাথে তারেক রহমান একটি চুক্তি স্বাক্ষর করেছেন।
আনন্দবাজার পত্রিকার ওয়েবসাইটে ঘেঁটে বিগত ৬ মাসে ভারতের সাথে বিএনপি ও তারেক রহমানের সম্পর্ককে আলোকপাত করে মোট ৪টি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এসব প্রতিবেদনের কোনটিতেই আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার ব্যাপারে ভারতের সাথে তারেক রহমানের চুুক্তি স্বাক্ষর বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।
ব্যারিস্টার শাহরিয়ারকে বিভিন্ন টকশোতে হাজির হয়ে জামায়াতে ইসলামীর পক্ষে কথা বলতে দেখা যায়।
সম্প্রতি এক সভায় “জান্নাতে যেতে হলে জামায়াতে ইসলামী করতে হবে” বলে বিতর্ক সৃষ্টি করেন ব্যারিস্টার শাহরিয়ার। পরে তিনি দাবি করেন যে, তিনি এমন বক্তব্য দেননি। তার বক্তব্য কাটছাট করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা যায়, শাহরিয়ার এমন বক্তব্য দিয়েছিলেন। এমন বক্তব্য দেননি বলে তিনি যে দাবি করেন সেটিই বরং অসত্য ছিল।
এসএস/টিএ